MV Baro Awlia Ship Ticket ( বার আউলিয়া শিপ টিকেট )

সেন্ট মার্টিনে বছরে তিন মাস মাত্র শিপ চলাচল করে তাই অল্প সময়ে যাত্রীর চাপ ও অতিরিক্ত থাকে। এই অতিরিক্ত চাপ সামাল দিতে কর্ণফুলী ক্রুজ লাইনে নতুন যুক্ত হয়েছে বিলাস বহুল জাহাজ এম ভি বার আউলিয়া। জাহাজটি কক্সবাজারের নুনিয়া ছড়া ঘাট থেকে সেন্টমার্টিন নিয়মিত যাতায়াত করে। এম ভি ১২ আওলিয়া জাহাজটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। জাহাজটিতে রয়েছে বিভিন্ন শ্রেণীর কেবিন আসন সুবিধা সহ নানা ধরনের সুযোগ সুবিধা এই জাহাজে রয়েছে 27 সুসজ্জিত কেবিন। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাশাপাশি ৬০০টির বেশি আসন রয়েছে।

MV Baro Awlia Ship Ticket Booking Online

MV Baro Awlia Ship Ticket Price - টিকিটের মূল্য

বারো আউলিয়া শীপে বেশ কয়েকটি প্যাকেজ রয়েছে, প্যাকেজ অনুযায়ী নিচে ভাড়া উল্ল্যেখ করা হইলো।
( ছবিসহ সব ক্লাসে ভাড়া উল্ল্যেখ করা হবে )

Round Trip: 4300 tk | Single Trip: 2200tk
Mozarat Chair (01 Person)
2nd - Middle
Info:

Deck Name: Mozarat Launge | AC

Total Seat: 54
Round Trip: 4000 tk | Single Trip: 2100tk
Riviera Business Chair (01 Person)
1st - Backward
Info:
Deck Name: Riviera | AC
Total Seat: 114
Round Trip: 4000 tk | Single Trip: 2100 tk
Panorama Business Chair (01 Person)
1st - Middle
Info:

Deck Name: Panorama | AC

Total Seat: 270
Round Trip: 3500 tk | Single Trip: 1800 tk
Main Deck Seat (01 Person)
1st - Forward
Info:

Deck Name: Main Deck | Non AC

Total Seat: 66
Round Trip: 3500tk | Single Trip: 1800tk
Sun Deck Seat (01 Person)
3rd - Forward
Info:
Deck Name: Sun Deck| Non AC
Total Seat: 160
Round Trip: 8000tk | Single Trip: 4100tk
Bunker Bed (02 Person)
2nd - Forward
Info:
Deck Name: Mozarat Launge | Common Washroom
Total Seat: 2
Round Trip: 13000tk | Single Trip: 7000tk
Delux Cabin(02 Person)
2nd - Middle
Info:

Deck Name: Mozarat Lounge | AC

Total Seat: 12
Round Trip: 16000tk | Single Trip: 8500tk
Family Bunker Cabin (04 Person)
2nd - Forward
Info:

Deck Name: Mozarat Launge | AC

Total Seat: 08
Round Trip:16000tk | Single Trip: 8500tk
VIP Cabin (02 person)
3rd - Backward
Info:

Deck Name: Sun Deck | Common Washroom | AC

Total Seat: 03
Round Trip:20000tk | Single Trip: 10500tk
VVIP Cabin (02 person)
3rd - Backward
Info:

Deck Name: Sun Deck | Attached Washroom | AC

Total Seat: 02

অনলাইনে টিকিট বুকিং ব্যবস্থা

এম ভি বারো আউলিয়া  শিপের সকল টিকিট সহজে অনলাইন থেকেও বুক করতে পারবেন। কর্ণফুলী শিপের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা তাদের অনুমোদিত ট্যুর অপারেটরদের নিকট হতে সহজেই বুকিং করতে পারবেন।
আপনার টিকেট আরো সহজে বুকিং করতে পারেন সেরা ট্যুর অপারেটর tripssi.com এর মাধ্যমে।

সেন্টমার্টিন ভ্রমণে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন

  • দয়াকরে প্লাস্টিক ও ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন।
  • যারা কম খরচে সেন্টমার্টিন ভ্রমণ করতে চান তারা দয়াকরে ছুটির দিনগুলো এড়িয়ে ভ্রমণে যান।
  • পরিচয়পত্র (NID/Passport) সাথে রাখুন।
  • সূর্যের তীব্র আলো থেকে বাঁচতে সানস্ক্রিন, সানগ্লাস ও হ্যাট সাথে রাখুন।
  • ফেইক টিকেট থেকে বাঁচতে অবৈধ ট্রাভেল এজেন্ট বা দালালদের এড়িয়ে চলুন।
  • সেন্টমার্টিনে প্রায় সব ধরণের মোবাইল অপারেটদের নেটওয়ার্ক পাওয়া যায়। তবে ফ্রিকোয়েন্সি কম থাকায় কিছু অপারেটরের সিম দিয়ে ইন্টারনেট ব্রাউজ কষ্টসাধ্য হয়ে যায়।
  • ছুটিরদিনে যেতে চাইলে আগে থেকেই সব কিছু যেমন বাসের টিকেট, শিপের টিকেট হোটেল বুকিং দিয়ে যাবেন।
  • প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আমাদের বাংলাদেশের একটি সম্পদ। তাই প্রকৃতির ক্ষতি হয় এমন কিছু ভূলেও করবেন না।

Karnafuly Express শীপ এবং টিকেট নিয়ে আপনার জিজ্ঞাসা (FAQ)

উত্তরঃ আপনি ঘরে বসে টিকেট কাটতে চাইলে আপনার জন্য সেরা পছন্দ হতে পারে tripssi.com

এম ভি কর্ণফুলী এক্সপ্রেসে কক্সবাজার থেকে সেন্টমার্টিন পৌঁছাতে সাধারণত ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। তবে সাগরের জোয়ার ভাটা এবং আবহাওয়ার ওপর নির্ভর করে এই সময় কিছুটা কম বা বেশি হতে পারে।

উত্তরঃ সাধারনত অক্টোবরের শেষ দিক থেকে শীপ চালু শুরু হয়। সরকারি বিভিন্ন জটিলতা থাকলে আরো সময় লাগে। এবং মার্চের শেষে আবহাওয়া খারাপ হবার আগেই শীপ চলাচল বন্ধ হয়ে যায়।

 জাহাজের টিকেট করলেই সাধারণত টিকেট এজেন্টরা এই ট্রাভেল পাসের ব্যবস্থা করে দেন। টিকেটের QR Code-ই আপনার ট্রাভেল পাস হিসেবে কাজ করে।

এই বিষয়টি পুরোপুরি শীপ কোম্পানির উপর নির্ভর করে, তাদের নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট বয়সের নিচে বাচ্চাদের জন্য ফ্রি বা হাফ টিকিটের ব্যবস্থা থাকে।

অনেক শীপ কোম্পানিতে নির্দিষ্ট সময়ের আগে ক্যানসেল করলে কিছু অংশ রিফান্ড করে।

না, সাধারণ টিকিটের ভাড়ার সাথে খাবার অন্তর্ভুক্ত থাকে না। তবে জাহাজের ভেতরে মানসম্মত রেস্তোরাঁ ও ক্যান্টিন রয়েছে, যেখান থেকে আপনারা পছন্দমতো নাস্তা বা দুপুরের খাবার কিনে খেতে পারবেন।

আরো পড়ুন

Scroll to Top